Site icon Jamuna Television

রবার্ট মুগাবেকে গৃহবন্দি করেছে সেনাবাহিনী : জ্যাকব জুমা

অভ্যুত্থানের মাধ্যমে জিম্বাবুয়ের ক্ষমতা দখলের পর, প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গৃহবন্দি করেছে সেনাবাহিনী। এমন দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তিনি জানান, ফোনালাপে তাকে এ তথ্য জানিয়েছেন মুগাবে নিজেই।

মুগাবে প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালাতে মঙ্গলবার রাত থেকেই হারারের রাজপথে নামে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিক যান। দখলে নেয়া রাষ্ট্রীয় টিভি জেডবিসি’র এক বিবৃতিতে সেনা মুখপাত্র মেজর জেনারেল ময়ো দাবি করেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার পরিবার সুস্থ ও নিরাপদে আছে। আরও জানানো হয়, প্রেসিডেন্টকে ঘিরে থাকা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দমনই সেনাদের লক্ষ্য। তাদের বিচারের মুখোমুখি করারও ঘোষণা দেন ময়ো। বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী এসব কর্মকর্তাদের এখনই নির্মূল না করলে দেশে সহিংসতা দেখা দিতে পারে। অবশ্য অভিযান শেষ হলেই ব্যারাকে ফিরে যাওয়ার ঘোষণা দেন ময়ো। এ ঘটনার পর জিম্বাবুয়েতে বসবাসরত ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মার্কিন দূতাবাস।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version