টাঙ্গাইলে ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষক দলের মানববন্ধন

|

শামীম আল মামুন, টাঙ্গাইল
টাঙ্গাইলে ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা কৃষক দলের নেতাকর্মীরা। আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তারা বলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেনা। ফসল উৎপাদন করে তার খরচও তুলতে পারছেনা। বর্তমান সময়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছে। এ কারণে কৃষকরা বিভিন্ন স্থানে পাকা ধানে আগুন লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন। একদিকে ধানের দাম কম অন্যদিকে চালের দাম বেশি। এর থেকে উত্তরণ দরকার। পরে ধানসহ কৃষকের উৎপাদিত সকল পণ্যের ন্যায্য মুল্যের দাবি করেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

এসময় টাঙ্গাইল জেলা কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply