বাংলাদেশে যাত্রা শুরু করলো রোবট রেস্টুরেন্ট

|

বাংলাদেশে প্রথমবারের মতো রোবট রেস্টুরেন্ট যাত্রা শুরু করেছে। এই রেস্টুরেন্টে কোন মানুষ নয়, শুধুমাত্র রোবটই কাস্টমারদের খাবার সরবরাহ করবে।

বুধবার রাজধানীর আসাদগেটের কাছে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চালু করা হয়েছে এ রোবট রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টটির পরিচালক রাহিন রাইয়ান নবী বলেন, বাংলাদেশে এটিই এ ধরনের প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবটের মাধ্যমে কাস্টমারদের খাবার সরবরাহ করা হবে। রোবট দিয়ে খাবার সরবরাহ করা এটি বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক এবং নতুন দিগন্তের সূচনা বলে মনে করেন হলো। শিশুদের বিনোদন ও খাবারের বিষয়টি চিন্তা করেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

এর আগে গত বছর এই আসাদগেটেই চালু হয় আরেক স্বয়ংক্রিয় রেস্টুরেন্ট যার নাম ছিলো ‘ফুজি ট্রেন রেস্টুরেন্ট’। যমুনা টেলিভিশনে প্রতিবেদন করার পর সেসময় তা ব্যাপক সাড়া ফেলে।

দেখুন ফুজি ট্রেন রেস্টুরেন্টের ওপর সেই প্রতিবেদন

https://www.facebook.com/JamunaTelevision/videos/1303151046447420/

 

যমুনা অনলাইন/এইচকেএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply