রাতভর টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যার কবলে ইউরোপের দেশ গ্রিস। বন্যায় দেশটির মধ্যাঞ্চলে প্রাণ গেছে অন্তত ১৫ জনের। আহত হয়েছেন আরও ৩৭ জন। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।
কর্তৃপক্ষ বলছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্দ্রা, প্যারামস এবং মেগারা শহরের। বৃষ্টি আর পাহাড়ি ঢলে কয়েক ফুট পানিতে তলিয়ে যায় এই তিন শহর। পানির তোড়ে মানুষসহ ভেসে গেছে অনেক গাড়ি। ভেঙে গেছে এক হাজারের বেশি ঘরবাড়ি। সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গেছে যোগোযোগ ব্যবস্থা। বিভিন্ন স্থানে ঘটেছে ভূমিধসের ঘটনাও। দুর্গতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। হতাহতের স্মরণে জাতীয় শোক ঘোষণা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply