এ মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। দুপুরে আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: কৃষিখাতের চ্যালেঞ্জ’ নিয়ে সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধি, মিল মালিকেরা আমন চাল বিক্রি করতে না পারায় ধানের দাম কম। কৃষকের ধান ক্ষেতে আগুন দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, দু’একজন ভাবাবেগে আগুন দিয়েছে, সারা দেশে দিচ্ছে না।
তিনি জানান, প্রয়োজনীয় গুদাম নেই, যার ফলে ধান কিনে মজুদ করার মত জায়গাও নেই। সরকার ধান, চাল রপ্তানি করার কথা ভাবছে। তবে ভারত-থাইল্যান্ডের মত ধান রপ্তানিতে আমাদের অভিজ্ঞতা না থাকায় বাজার নিয়ে আরও ভাবতে হবে।
Leave a reply