ধানের নায্যমূল্য নিশ্চিত করতে চাল আমদানি নিয়ন্ত্রণ করবে সরকার: অর্থমন্ত্রী

|

ধানের নায্যমূল্য নিশ্চিত করতে চাল আমদানি নিয়ন্ত্রণ করবে সরকার। প্রয়োজনে ভর্তুকি দিয়ে রফতানি বাড়ানোর উদ্যােগ নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ঢালাওভাবে শস্য বীমা নয়, প্রথমে পোল্টি খাতকে বীমার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে।

দুপুরে নিজ দপ্তরে কৃষি বাজেট কৃষকের বাজেট সুপারিশমালা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এমন কথা বলেন। অনুষ্ঠানে শস্য বীমা প্রবর্তনের দাবি জানানো হয়। পাশাপাশি বীজের গুণগত মান নিশ্চিত, নদী ও খাল খননের প্রস্তাব তোলা হয়। এছাড়া কীটনাশক এর মান নিয়ন্ত্রণ এবং কৃষিপণ্যের মূল্য নিশ্চিত করার সুপারিশ উঠে।

অর্থমন্ত্রী বলেন, একদিকে খাদ্যের উৎপাদন বেড়েছে অন্যদিকে চাহিদা নেই- তাই পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। তিনি বলেন, অর্থনীতির প্রাণশক্তি কৃষক তাই কৃষকের স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। এসময় কৃষি যন্ত্রপাতি আমদানির সহজীকরণের আশ্বাস দেন মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ঢালাওভাবে শস্য বীমা চালু করা হলে, উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবে কৃষক। এতে বিপর্যয় তৈরি হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply