৩৬ মামলাই রাজনৈতিক প্রতিহিংসামূলক : খালেদা জিয়া

|

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, রাজনীতিতে তিনি সক্রিয় এবং ক্ষমতাসীনদের জন্য চ্যালেঞ্জ বলেই ৩৬টি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক, এসবের আইনগত কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য সাড়ে ১১টায় রাজধানীর বকশীবাজারের অস্থায়ী আদালতে পৌঁছান খালেদা জিয়া। বিচারপতি মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুরুতে তিনি বলেন, কুয়েত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এতিমখানার জন্য অনুদান দিয়েছিল। এতে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

তাকে হেয় প্রতিপন্ন করতেই এই মামলা করা হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এতে বরং জনগণ থেকে ক্ষমতাসীনরাই বিচ্ছিন্ন হচ্ছে। যতবেশি মামলা দেয়া হচ্ছে, ততোবেশি দেশবাসীর সহানুভূতি ও সমর্থন পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। শাসকদল দেশে ন্যায়বিচারের পরিবেশ নষ্ট করেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, আত্মপক্ষ সমর্থনে নানা ব্যাখ্যা দিয়েও সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ক্ষমতাসীনদের ক্ষোভকে প্রশমিত করতে পারেননি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply