চাইনিজ টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াইয়ের সাথে ব্যবসায়ীক ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে এন্ড্রয়েট প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এর ফলে হুয়াইয়ের নতুন ফোনগুলোতে এন্ড্রয়েটের অনেক সুবিধাই পাওয়া যাবেনা।
চীনের সাথে চলমান বাণিজ্যিক স্নায়ু যুদ্ধের ফল স্বরুপ হুয়াইয়ের সাথে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পরপরই এমন ঘোষণা আসলো গুগলের পক্ষ থেকে।
তবে হুয়াইয়ে ব্যবহারকারীরা ওপেন সোর্স লাইসেন্স ব্যবহার করে এখনো এন্ড্রয়েটের সুযোগ সুবিধা পেতে পারবেন একইসাথে যারা পুরোনো এন্ড্রয়েট ভার্সন ব্যবহার করছেন তারা সেটি চালিয়ে যেতে পারবেন। তবে এখন থেকে হুয়াইয়ে ব্যবহারকারীরা গুগল ম্যাপস ইউটিউব এসব জনপ্রিয় এ্যাপসগুলোর আপডেট ভার্সন ব্যবহার করতে পারবেন না।
মূলত যুক্তরাষ্ট্রের সাইবার নেটওয়ার্কে যে কোন আক্রমণ ঠেকাতে চীনা প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডেনাল্ড ট্রাম্প এরই প্রেক্ষিতে হুয়াইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।
Leave a reply