সকল দেশি বিদেশি সংস্থা দেশের বাজারের দুধে ভেজাল পাচ্ছে আর বিএসটিআই পরীক্ষা করে কিছুই পাচ্ছেনা! এটা আশ্চর্য বিষয় বলে মনে করছেন হাইকোর্ট।
মঙ্গলবার সকালে এ সংক্রান্ত শুনানিতে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মন্তব্য করেন।
তারা বলেন, বেসরকারিভাবে দুধের মান পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। তাহলে বিএসটিআই কী কাজ করছে?। অর্পিত দায়িত্ব প্রতিষ্ঠানটি ঠিকমতো পালন করছে না বলেও আদালত তাদের তিরস্কার করেন।
সরকারিভাবে দুধে ভেজাল প্রতিরোধে কোন পরীক্ষা বা উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেন আদালত। একইসাথে আগামী ২৩ মে দুধে ভেজালকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট।
Leave a reply