নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন

|

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয়েছে। গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে ওই হামলায় প্রাণ হারান বাংলাদেশিসহ অর্ধশতাধিক মুসলিম।

মঙ্গলবার (২১ মে) এক বিবৃতিতে কিউই পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে ঘাতক টারান্টের বিরুদ্ধে; যা নিউজিল্যান্ডের ইতিহাসে নজিরবিহীন।

যুক্তরাষ্ট্রে ৯/১১ এর সন্ত্রাসী হামলার পর ২০০২ সালে নিউজিল্যান্ড সন্ত্রাসবিরোধী আইন পাস করলেও গত ১৭ বছরে এবারই প্রথম হলো আইনটির ব্যবহার। এছাড়া ৫১টি হত্যা এবং ৪০টি হত্যাচেষ্টারও অভিযোগেও অভিযুক্ত টারান্ট।

শুনানির জন্য আগামী ১৪ জুন আদালতে হাজির করা হবে তাকে। বিচারের মুখোমুখি হওয়ার আগে যাচাই করা হবে তার মানসিক অবস্থা।

আল-নূর ও লিনউড মসজিদে হামলার ঘটনায় গত মাসেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। যার পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ১০ ডিসেম্বর জমা দেবে গোয়েন্দারা। আগস্ট পর্যন্ত চলবে তথ্য-প্রমাণ সংগ্রহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply