ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ধান উৎপাদনের জন্য কৃষকদের শাস্তি পেতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. কামাল হোসেন আরও বলেন, সরকারের কৃষি নীতি না থাকায় এ সঙ্কট তৈরি হয়েছে। শুধু কৃষি নয় সব ক্ষেত্রেই সরকারের দায়িত্বহীনতা রয়েছে। সরকারের জবাবদিহিতা না থাকায় জনগনকে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a reply