পাবনা রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আওতাধীন গ্রিন সিটি আবাসন প্রকল্পের আসবাবপত্র কেনা ও বহনের খরচে অনিয়মের ঘটনায় প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও এ বিষয়ে তদন্ত করার জন্য দুটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় দৈনিক দেশ রুপান্তরে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত গ্রিন সিটি আবাসন প্রকল্পে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ক্রয়ে লাগামছাড়া দুর্নীতির তথ্য প্রকাশ হবার পর এ নিয়ে ব্যাপক তোলপাড় তৈরী হয়।
Leave a reply