গলাচিপায় ১২ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

|

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লামনা গ্রামে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এলাকাবাসী অজগরটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ অজগরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার দুপুরে পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফারমা সংরক্ষিত বনাঞ্চলে আজগরটি অবমুক্ত করা হয়ে‌ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামের মন্টু মেম্বরের মাছের ঘেরের কাছে একজন পথচারী সাপটি দেখতে পায়। এরপর আরও লোকজন জড়ো হয়ে সাপটিকে জাল দিয়ে পেচিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই সাপটি উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসে।

গলাচিপা সোসাল ফরেস্ট্রি প্লানটেশন সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট, ওজন আনুমানিক ৩০ কেজি।
ধারণা করা হচ্ছে অজগর সাপটি ঘূর্ণিঝড় ফনি অথবা বৌদ্ধ পূর্ণিমার জোয়ারের পানিতে ভেষে বকুলবাড়িয়া এলাকায় আসে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার মোর্শেদ বলেন, ‘অজগরটি কেউ কেউ বিক্রি করতে এবং মেরে ফেলতে না পারে সেজন্য খবর
পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে সাপটিকে থানায় নিয়ে আসা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply