ইরানের বিরুদ্ধে সৌদিকে গোয়েন্দা তথ্য দিতে চায় ইসরায়েল

|

ইরানের হুমকি মোকাবেলায় সৌদি আরবকে গোপন তথ্য দিয়ে সহায়তায় প্রস্তুত ইসরায়েল। বৃহস্পতিবার রিয়াদ ভিত্তিক এলাফ সংবাদ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি দেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি ইসেনকট।

সাক্ষাৎকারে তেহরানকে মধ্যপ্রাচ্যের জন্য বড় ধরণের হুমকি হিসেবে আখ্যা দেন গাদি। তিনি বলেন, আঞ্চলিক জঙ্গিবাদে অস্ত্র ও অর্থ মদদের জন্যেও এই দেশটি দায়ী। খুব শিগগিরই ইরানকে প্রভাব বিস্তার করা থেকে ঠেকানোর তাগিদ ইসরায়েলি সেনাপ্রধানের।

গাদি আরও জানান, লেবাননে শিয়া মদদপুষ্ট সশস্ত্র সংগঠন- হিজবুল্লাহকে দমনে কোন ধরণের অভিযান চালানোর পরিকল্পনা নেই তাদের। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সরাসরি কোন কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সম্পর্ক স্থাপনে কাজ করে যাচ্ছে দেশ দুটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply