দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের কার্যক্রম ঈর্ষনীয় যা পৃথিবীব্যাপী প্রশংসা কুড়াচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। আসন্ন বর্ষা মৌসুমে উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর সক্ষমতা দুর্যোগ কালীন মহড়া শেষে এমনটাই জানান তিনি।
মহড়ায় দুর্যোগ মোকালবেলায় প্রশিক্ষিত করা হয় রোহিঙ্গাদের।
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যাবস্থাপনায় দেড় ঘণ্টার এই মহড়ায় অংশ নেয় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, বিএনসিসি, স্থানীয় প্রশাসন, রেডক্রিসেন্ট, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও রোহিঙ্গা সেবকদলের মোট ১৪০০ সদস্য।
সমন্বিত অংশগ্রহণে দুর্যোগ মোকাবেলা সহজ হয় জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় রোল মডেল বাংলাদেশ। প্রায় দুই লাখ রোহিঙ্গা অতি ঝুকিপূর্ণ এলাকায় বসবাস করে। তাদের ব্যবস্থাপনায় কাজ করছে সরকার। এছাড়া ২৩ হাজার পরিবারকে ভাষানচড়ে স্থানান্তের প্রক্রিয়া অব্যাহত আছে।
Leave a reply