ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন এক কংগ্রেস নেতা। আজ বৃহস্পতিবার মধ্য প্রদেশের সেহরি জেলার কংগ্রেস প্রধান রতন সিং ভোট গণনার সময় বুকে ব্যাথা অনুভব করেন। এই অনুভবের কিছুক্ষণ পরই তিনি মারা যান।
আর এই দুঃখজনক ঘটনা ঘটলো যখন আবারও ভারতের সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তার নেতৃত্বাধীন এনডিএ জোট। এমনকি গেলোবারের চেয়েও বেশি আসন পেতে পারে তারা।
এখন পর্যন্ত, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৪১ আসনে এগিয়ে এনডিএ। ভারতীয় গণমাধ্যমের ধারণা, এককভাবেই সরকার গঠনের প্রয়োজনীয় ২৭২ আসন নিশ্চিত হবে নরেন্দ্র মোদির দলের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে মাত্র ৮৯ আসনে। জোটহীন দলগুলো পেতে পারে ১১২ আসন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র’সহ প্রায় সব রাজ্যে এগিয়ে বিজেপি ও শরিকরা। তবে, পশ্চিমবঙ্গে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মমতা ব্যানার্জির রাজ্যে বিজেপি এগিয়ে ১৭ আসনে। তৃণমূল পেতে পারে ২৪ আসন।
Leave a reply