দিল্লির মসনদে এবারও বিজেপি

|

Indian Bharatiya Janata Party (BJP) supporters hold posters and party flags as they celebrate on the vote results day for India's general election at BJP headquarters in New Delhi on May 23, 2019. - Prime Minister Narendra Modi looked on course on May 23 for a major victory in India's election, with early trends from the election commission showing a clear lead for his party. (Photo by SAJJAD HUSSAIN / AFP)

বিপুল বিজয় নিয়ে ভারতে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তার নেতৃত্বাধীন এনডিএ জোট।

এরইমাঝে, অনেক বিশ্বনেতা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নরেন্দ্র মোদিকে।

এখন পর্যন্ত, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৪৪ আসনে এগিয়ে এনডিএ। অবশ্য, জোট ছাড়াই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিজেপির।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে মাত্র ৯২ আসনে। জোটহীন দলগুলো পেতে পারে ১১২ আসন।

উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে কংগ্রেস। প

শ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজত্বেও ধাক্কা লেগেছে মোদি জোয়ারের। রাজ্যের ৪২ আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১৭ আসনে। তৃণমূল পেতে পারে ২৪ আসন। ধারণা করা হচ্ছে, পূর্ণাঙ্গ ফল আসতে লম্বা সময় লাগবে।

তবে, বিভিন্ন শহরে সকাল থেকেই জয়োৎসব করছে, বিজেপি সমর্থকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply