সৌদি আরবে দুর্নীতিগ্রস্ত রাজপরিবারের সদস্য এবং ধনাঢ্য ব্যক্তিদের সাথে সমঝোতার প্রস্তাব দিয়েছে প্রশাসন। দেশটির গণমাধ্যমে বলা হয়, সম্পদের ৭০ শতাংশ রাজ কোষাগারে জমা দিয়ে মুক্তি পেতে পারেন অভিযুক্তরা। আটক ব্যক্তিরা সরকারের এ প্রস্তাবে রাজি হলে রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়বে কয়েকশ’ বিলিয়ন ডলার। এরই মধ্যে কেউ কেউ এ প্রক্রিয়ায় মুক্তিও পেয়েছেন। দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত সৌদি আরবে দুই শতাধিক ব্যক্তি আটক রয়েছেন। এদের মধ্যে রাজপরিবারের সদস্য ছাড়াও আছেন প্রভাবশালী মন্ত্রী, ব্যবসায়ী এবং সেনা কর্মকর্তাররা। গেল সপ্তাহে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এদিকে বৃহস্পতিবারই দুর্নীতির দায়ে সৌদি আরবের ধণাঢ্য ব্যক্তিদের দু’হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বন্ধ করা হয়েছে দুর্নীতির দায়ে আটক প্রভাবশালী প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীদের অফশোর ব্যাংক অ্যাকাউন্টও।
Leave a reply