পাবনায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

|

পাবনা প্রতিনিধি:

পাবনায় বেশ কয়েকটি গ্রামে কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিকের নেতৃত্বে সদরের বাহাদুরপুর, আফুরিয়া, পাটকিয়াবাড়ি, চর আশুতোষপুরসহ বিভিন্ন এলাকায় দিনভর এই কর্মসূচি পালন করেন তারা। ধান নিয়ে বিপাকে পড়া কৃষকেরা এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের মাথায় হাত দিয়ে দোয়া করেন।

আকছেদ আলী নামের এক কৃষক জানান, ধান কাটা নিয়ে বিপাকে ছিলেন তিনিসহ এলাকার বেশ কিছু কৃষক। বিনা পারিশ্রমিকে এসব ছেলেরা এসে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেছে। এসব ছেলেরা কাঁচিও তাদের সাথে করেই নিয়ে এসেছিলো বলে আনন্দ প্রকাশ করেন স্থানীয় কৃষকেরা। কামলা দিয়ে ধান কাটার মতো সামর্থ্য নেই। ধান পেকে যাওয়ার পরেও এই ধান নিয়ে বিপাকে ছিলেন বলেও জানান এসব কৃষকেরা।

জেলা ছাত্রলীগ সভাপতি শিবলীর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগের সদস্য একাজে অংশ নেন। জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, জেলা ছাত্রলীগ অতীতেও মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলী, নাজিউর রহমান খান, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রহিম,জেলা ছাত্রলীগের সজল পারভেজ, মির্জা নাসিদ রানাসহ নেতাকর্মীরা বেশ খুশি।

তারা বলেন, কেনো যেন একটা আত্মিক প্রশান্তি পেলাম। আসলে সাধারণ খেটে খাওয়া মানুষের উপকারে কাজে লাগার মতো আনন্দ আর অন্য কিছুতে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তারা এ কর্মসূচি পালন করেছেন এবং দেশের প্রাণশক্তি কৃষকদের কল্যাণে এ কাজ অব্যাহত থাকবে বলে জানান তারা।

জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক বলেন, ছাত্রলীগ মানুষের ভালোবাসার জায়গা। ফলে মানুষের যে কোন কল্যাণকর কাজে আমরা সম্পৃক্ত রয়েছি ইনশাল্লাহ এবং ভবিষ্যতেও থাকবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply