কোন ম্যাচে লাল জার্সি পরে খেলবে টাইগাররা?

|

বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি নিয়ে আলোচনা কম হয়নি। সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিবাদের মুখে জার্সি পরিবর্তন করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) নিয়মানুসারে বিশ্বকাপে প্রতিটি দলের কাছেই দুই সেটের জার্সি রয়েছে। এক টেস লালের মধ্যে হালকা সবুজ। আরেক সেট সবুজের বুকে লাল রঙে বাংলাদেশ লেখা।

দুই কালারের জার্সি রাখার পেছনে কারণ হলো- বাংলাদেশের মতো পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার জার্সির রঙ সবুজ।

পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা হলে বাংলাদেশ সবুজের পরিবর্তে লাল জার্সি পরবে। যাতে করে উভয় দলের জার্সির রঙ মিলে না যায়।

বিশ্বকাপের অতীতের আগের আসর গ্রুপ ভিত্তিক হলেও এবার হবে রাউন্ড রবিন পদ্ধতিতে।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। যাতে করে দুই দলের জার্সির রঙ একই না হয় সেজন্য দুই সেট জার্সি রাখার পরামর্শ দিয়েছে আইসিসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply