Site icon Jamuna Television

নুসরাত হত্যা মামলায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন

মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন- পিবিআই।

প্রতিবেদনে মোয়াজ্জেমের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ মিলেছে। পাশাপাশি ওসির মোবাইল থেকেই ধারণ করা ভিডিও ছড়িয়ে দিয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সত্যতা পাবার কথাও উল্লেখ করা হয়। নুসরাত হত্যার পর ভিডিওটি ছড়িয়ে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে একটি চক্র। পরে এক আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে আদালত বিষয়টি খতিয়ে দেখতে পিবিআইকে দায়িত্ব দেয়। ৬ এপ্রিল সোনাগাজীতে আগুন দেয়া হয় নুসরাতের গায়ে। ৫ দিন পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে নুসরাত। এ ঘটনায় মূল অভিযুক্ত সিরাজসহ ২১ আসামি এরই মধ্যে গ্রেফতার হয়েছে।

পিবিআই প্রধান জানান, এ মাসেই নুসরাত হত্যার ঘটনায় চার্জশিট দেওয়া হবে। সেইসাথে তদন্তে ওসি মোয়াজ্জেম-এর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

Exit mobile version