আইএস সম্পৃক্ততার দায়ে ইরাকে তিন ফরাসী নাগরিকের মৃত্যুদণ্ড

|

আইএস সম্পৃ্ক্ততার কারণে তিন ফরাসী নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের আদালত।

মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, ক্যাভিন গনোত, লিউনার্দ লোপেজ ও সালিম মাচো। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য একমাস সময় পাবেন তারা। খবর এএফপি’র।

এরআগে আইএস সম্পৃক্ততার দায়ে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর হাতে সিরিয়ায় ১২ ফরাসী নাগরিক আটক হয়েছিলেন। ফেব্রুয়ারীতে তাদের বিচারের জন্য ইরাকে সমর্পণ করা হয়।

তবে মৃত্যুদণ্ড প্রাপ্ত এই তিন জন আইএস সম্পৃক্ততার দায়ে মৃত্যুনণ্ড পাওয়া প্রথম ফরাসী নাগরিক বলে জানা যায়।

তবে এখন পর্যন্ত বাগদাদের এ রায় নিয়ে ফ্রান্সের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ফেব্রুয়ারীতে এদের আটকের পর ফরাসী প্রেসিডেন্ট এটিকে ইরাকের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছিলেন।

তবে মানবাধিকার সংস্থাগুলো ইরাকের এই রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলছে, আদালত কোন প্রকার উপযুক্ত প্রমাণ ছাড়াই এ রায় প্রদান করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply