ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
রোববার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে ঢাকার অতিরিক্ত কমিশনার (সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার হিসেবে বদলির আদেশাধীন) কে এম তরিকুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব কে এম আলী আজমকে রোববার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়।
Leave a reply