যশোরের শার্শায় নিজ বাড়ি থেকে মা-মেয়ে ও ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে কাইবার গ্রাম থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানায়, রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে কীটপতঙ্গ মারার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে চা দোকানদার ইব্রাহীমের স্ত্রী ও দুই সন্তান।
সকালে দরজা না খোলায়, দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রতিবেশিরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। তাদের মৃতদেহ রাখা হয়েছে যশোর হাসপাতালে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর শাশুড়িকে থানায় নেয়া হয়েছে।
Leave a reply