প্রাণসহ নিম্নমানের ৫২টি পণ্য খোঁজে বিএসটিআই’র অভিযান

|

আদালতের নির্দেশে নিম্নমানের ৫২টি পণ্য বাজার থেকে তুলে নেয়া হয়েছে কিনা সেটি দেখভালে অভিযান চালিয়েছে বিএসটিআই।

দুপুরে, রাজধানীর আজিমপুরের মিনা বাজারে প্রায় আড়াই ঘন্টা অভিযান চালায় সংস্থাটি। এসময় বিএসটিআই’র সহকারি পরিচালক নাজির আহমেদ জানান, ৫২টি নিম্নমানের মধ্যে কোন পণ্যই পাওয়া যায়নি। তবে অভিযানের সময়, মিনা বাজার থেকে অনুমোদনহীন ৫ টি পণ্য জব্দ করা হয়েছে।

জানান, অনুমোদনহীণ এসব পণ্য রাখায় মিনা বাজারের বিরুদ্ধে মামলা করা হবে। পরে আজিমপুর ও হাজারীবাগ এলাকায় বেশ কয়েকটি দোকান থেকে মানহীন চিপস জব্দ করেছে বিএসটিআই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply