৪৮ ঘন্টার মধ্যে নুর এর উপর হামলাকারীদের বিচার দাবি

|

বগুড়ায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীদের উপর হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

এসময় হামলাকারীদের কঠোর শাস্তি না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ভিপির উপর হামলা হয়েছে। এ পর্যন্ত যত হামলা হয়েছে, তার কোনো বিচার হয়নি। বগুড়ায়ও ফের এমন হামলার ঘটনা ঘটলো।’

তিনি বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট আহবান জানাচ্ছি হামলাকারীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার। ৪৮ ঘন্টার মধ্যে তাদের চিহ্নিত করে বিচার করা না হলে ছাত্র সমাজকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। একটি হামলারও এখনো বিচার হয়নি। এই সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশের ছাত্রসমাজ মাঠে নেমে পড়বে। তখন তারা কিভাবে বিচার করে তা দেখতে পাবেন।’

তিনি বলেন, ‘নুরের মতো যারা আছেন তারা হামলা-মামলায় দমে যাবে না। ডাকসুর ভিপির উপর হামলা হলেও ঢাবি কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেন। অবিলম্বে তার নিরাপত্তার ব্যবস্থা করুন। এছাড়া যত হামলা হয়েছে সবগুলোর অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুন।’

প্রসঙ্গত, রবিবার বিকাল ৫টার দিকে বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ অন্তত ২০ জন আহত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply