স্টাফ রিপোর্টার, নাটোর
ঈদুল ফেতরকে সামনে রেখে আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ঈদের কেনাকাটায় নিবিঘ্ন করতে বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার। সোমবার দুপুরে দুপুরে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তারা শহরের নীচাবাজার, মন্দির মার্কেট, সাদেক কমপ্লেক্স এবং পিলখানায় স্বর্ণের দোকান পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার সাধারণ মানুষদের সাথে কথা বলেন এবং আইন-শৃংখলা পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, আবুল হাসনাত, সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ন দাস সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার ব্যবসায়ীদের কাছে আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি ব্যবসায়ীদের আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে কোন সমস্যা না হয় সেজন্য বাজারে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন রাখার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
Leave a reply