পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধী !

|

লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর দলীয় সভাপতির পদ থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্তে এখনো অনড় রাহুল গান্ধী। তাই এনিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য শীঘ্রই আবার ডাকা হবে কংগ্রেসের উচ্চপর্যায়ের সভা। খবর এনডিটিভির।

তবে রাহুলের পর কে হতে যাচ্ছেন কংগ্রেসের সভাপতি তা নিয়েও যেন ইঙ্গিত দিয়ে গেলেন তিনি। নতুন সভাপতির প্রশ্নে তিনি বলেন গান্ধী বা নেহেরু পরিবার থেকেই যে কংগ্রেসের সভাপতি হতে হবে এমন কোন কথা নেই। দলের যে কোন যোগ্য নেতাই সভাপতি হতে পারেন।

এরআগে নির্বাচনে ভরাডুবির পর গত শনিবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় আর সে বৈঠকেই পদত্যাগের কথা বলেন রাহুল গান্ধী তবে দলটির নীতিনির্ধারনী পর্যায়ের অনিচ্ছার কারণে রুাহুলের পদত্যাগ প্রস্তাব খারিজ হয়ে যায় সে বৈঠকে।

তবে জল্পনা চলছে গতকাল দলের পরবর্তী নেতৃত্ব ঠিক করতেই নাকি কংগ্রেসের দুই প্রবীণ নেতা আহমেদ পটেল এবং কে কে বেনুগোপালের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী যদিও আহমেদ পটেল এক টুইট বার্তায় তা নাকচ করে দিয়ে বলেছেন এটা কেবলই দলীয় একটি বৈঠক ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply