খাবারে কাপড়ের রঙ, রান্না ঘরে মরা তেলাপোকা ও ইঁদুর

|

রাজধানীর ধানমন্ডি এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে বিএসটিআই ও র‍্যাবের। দুপুরে ধানমন্ডির সাতমসজিদ রোডে বিভিন্ন নামী দামি রেস্টুরেন্টে অভিযান চালায়।

এ সময় বেশকিছু রেস্টুরেন্টে পঁচা-বাসি খাবারসহ মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়। খাবারে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রঙ। রান্নাঘারে দেখা গেছে মরা তেলাপোকা ও ইঁদুর। অভিযানে সুইটসিন, পিৎজা ইন বিডি,’আফটার আওয়ারস’ সহ বেশ কয়েকটি রেস্টুরেন্টের মালিককে জরিমানা ও সতর্ক করা হয়।
এরমধ্যে সুইটসিনকে ৪ লাখ টাকা ও আফটার আওয়ারসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পঁচা-বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে পিৎজা ইন বিডি কে ২ লাখ টাকা জরিমানা করে বিএসটিআই ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply