খুলনা মেট্রোপলিটন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে হরিনটানা থানা পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করেন হরিণটানা থানার ক্রাইম ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর রাসেল হুসাইন।
এসময় ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে দুটি ছিনতাই করা ইজিবাইক, একটি খেলনা পিস্তলসহ তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, নয়ন সরকার, কাজী মেহেদী হাসান, শেখ নাইম উদ্দিন, হাসিব, সুব্রত সরকার ও জিসান ।
সাব-ইন্সপেক্টর রাসেল হুসাইন বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সঙ্ঘবদ্ধ চক্রটি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। আর প্রস্তুতির এই সময় হরিণটানা টহল পুলিশ প্রথমে তিনজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরো তিনজনকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। ছিনতাইকারীরা ভিকটিমকে ভয় দেখিয়ে মুখে টেপ পেচিয়ে তার সর্বস্ব লুটে নেয় এমনকি অনেক সময় ভিকটিকদের হত্যা করা হয় বলেও জানান রাসেল হুসাইন।
তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটনকে নিরাপদ রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ছিনতাইকারী চক্ররের এই ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
Leave a reply