প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন আফগানিস্তান। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ১৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগান যুবারা। আফগানিস্তানের ৭ উইকেটে গড়া ২৪৮ রানের জবাবে মাত্র ৬৩ রানে অলআউট হয় পাকিস্তান।
আফগানদের ভালো সূচনা এনে দেন ২ ওপেনার রাহমান গুল ও ইব্রাহিম জাদরান। ৬১ রানে পাকিস্তানকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ মুসা। ৪০ রান করে ফেরেন রহমান গুল। এরপর আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ৩৬ রানে আউট হন। তবে মূলত ইকরাম ফাইজির ১০৭ রানের অপরাজিত ইনিংসে ২৪৮ রানের লড়াকু সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে মুজিব জাদরানের অফ স্পিনে ২১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর আর কেউই প্রতিরোধ গড়তে পারেনি। মাত্র ৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। মাত্র ১৩ রানে ৫ উইকেট নেন অফস্পিনার মুজিব জাদরান।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply