অনুপ্রবেশ বন্ধ না হওয়া পর্যন্ত মেক্সিকো থেকে রফতানিকৃত সব পণ্যের ওপর ৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।
তিনি বলেন, ১০ জুন থেকে শুরু হবে শুল্কারোপের কার্যক্রম। এছাড়াও অনুপ্রবেশের হারের সাথে পাল্লা দিয়ে বাড়বে শুল্কের পরিমাণ বলে হুমকি দেন তিনি।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, জুলাই থেকে পণ্যের ওপর শুল্কারোপ বাড়বে দ্বিগুণ। এভাবে প্রতি মাসেই ৫ শতাংশ হারে শুল্কবৃদ্ধি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
প্রতিবেশী দেশ মেক্সিকো থেকে অনুপ্রবেশকারীদের ঠেকাতে দেয়াল নির্মাণের বাজেট অনুমোদন না পেয়ে ভিন্ন পন্থা অবলম্বন করলো ট্রাম্প প্রশাসন। প্রাচীর নির্মাণে ডেমোক্র্যাট নিয়ন্ত্রণাধীন কংগ্রেসে ৮৬০ কোটি ডলারের বাজেট প্রস্তাব করে সরকার।
Leave a reply