চারদিনের সফর শেষে ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে জাপান ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় পৌনে ১০ টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
টোকিওয়ের হানেদা আন্তজার্তিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবে তোশিকো এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা।
শুক্রবার (৩১ মে) জেদ্দার বাদশাহ্ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন তিনি।
ত্রিদেশীয় সফরের উদ্দেশে গত ২৮ মে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে জাপান ভ্রমণ করেন। পরের গন্তব্য সৌদি আরব ও ফিনল্যান্ড। আগামী ৮ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
Leave a reply