রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বাকি তিনজন হলেন, একুশে টেলিভিশনের সাবেক এমডি আব্দুস সালাম, সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার। এই মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি ধার্য করা হয়েছে।
২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য প্রচার করে একুশে টিভি। প্রচারিত বক্তব্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন করা হয়েছে এমন অভিযোগে ২০১৫ সালের ৮ জানুয়ারি এসআই বোরহান উদ্দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এই চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক। এদিকে এবছরের ২৩ অক্টোবর এ মামলায় তারেক রহমান, মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
Leave a reply