দ্বিতীয় দিনেও সময়মতো ছেড়ে যাচ্ছে না ট্রেন

|

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দ্বিতীয় দিনের মতো রাজধানী ছাড়ছে নগরবাসী। আজও শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে না কোন ট্রেন।

সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন রওনা করলেও সেগুলো সময় অনুযায়ী স্টেশন ছেড়ে যায়নি। সকালের তুমুল বৃষ্টির কারণে স্টেশনে পৌঁছাতেও কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।শিডিউল অনুযায়ী ট্রেন না ছাড়ায় হতাশা প্রকাশ করেন তারা। শুক্রবারও দিন থেকে রাত অবধি ছিল রেলের শিডিউল বিপর্যয়। ছেড়ে যাওয়া অর্ধশতাধিক ট্রেনের প্রায় সবগুলোই দেরিতে ছাড়ে।

ট্রেনে শিডিউল বিপর্যয় থাকলেও রাজধানীর সব বাস টার্মিনাল থেকে সময়মতোই ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী বাস। গতকালের মতো আজও সড়কপথে নির্বিঘ্নে যেতে পারছেন যাত্রীরা। যারা দেশের দক্ষিণ কিংবা উত্তরের জেলাগুলোতে যাচ্ছেন তারা নির্বিঘ্নেই যাত্রা শুরু করেছেন। বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়- দীর্ঘ ছুটি থাকায় শ্রমজীবী মানুষ আগেই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়েছেন, সেকারণেই যাত্রী চাপ কম। যাত্রীরাও সহজে এবং নির্বিঘ্নে টিকিট কেটে যাত্রা করতে পারায় স্বস্তি জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply