যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আগামী ১৮ জুন থেকে শুরু করবেন আনুষ্ঠানিক প্রচারণা। শনিবার টুইট বার্তায় ট্রাম্প নিজেই নিশ্চিত করেন এ তথ্য।
জানান, ফার্স্টলেডি মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেন পেন্সকে সাথে নিয়ে প্রচারণা শুরু করবেন ফ্লোরিডা থেকে। প্রথম দিনের জনসমাবেশ অনুষ্ঠিত হবে ওরল্যান্ডোতে। প্রায় ২০ হাজার মানুষ ওই আয়োজনে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুনঃনির্বাচন এবং জনসমাবেশের জন্য গেল কয়েক মাস ধরেই অর্থ সংগ্রহ করছেন এই মার্কিন ধনকুবের। রিপাবলিকান শিবির থেকে ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প।
Leave a reply