স্টিকার বিহীন পণ্য রাখায় ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

|

স্টিকার বিহীন প্রসাধনী পণ্য রাখার দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আধিদপ্তর।

সকালে রাজধানীর বেইলি রোডে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। অভিযানে স্টার ডাস্ট-৫০ হাজার, স্টার ওয়ার্ড-৫০ হাজার, নিউ ইয়র্ক কালেকশন-৩০ হাজার ও স্টোন গ্যালারি-৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ক্যাপিটাল সিরাজ সেন্টারের ওয়েস্টার্ন গ্লামার-৫০ হাজার, নিউ ইয়ার কালেকশন-৩০ হাজার, ল্যানডিং-৫০ হাজার, টাচ এন্ড টেক-৫০ হাজার ও স্কাই মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক শাহরিয়ার আলম বলেন, এসব দোকান মালিক বিদেশ থেকে পণ্য আমদানির কথা বললেও পণ্যের গায়ে কোন ব্রান্ডের স্টিকার নেই। ব্রান্ডহীন পণ্য ব্রান্ডের নামে বিক্রি করা প্রতারণার সামিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply