নওগাঁ শহরের যানজট নিরসনে ছোট যমুনা নদীতে চালু করা হয়েছে আভ্যন্তরীণ নৌ-রুট। রুটে নিয়মিত যাত্রীবাহী নৌকা চলাচল শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ শহরের যানজট নিরসন, সহজ যাতায়াত ব্যবস্থা ও নদী ব্যবহার করে জীবীকায়নের উদ্দেশ্যে নৌ-রুট চালু করা হলো। শহরের ঘোষ পাড়া ঘাট থেকে ডিগ্রী কলেজ মোড় পর্যন্ত ঘাট পর্যন্ত চলবে নৌকাগুলো। জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের বিশেষ উদ্যোগে নৌকাগুলো আনা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক উদ্ভাবন টিম এর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে শহরের কেডির মোড় এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিলো।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফজলে রাব্বী, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
Leave a reply