হিমালয়ে আবারও নিখোঁজ হলেন পর্বতারোহী। এবার হিমালয়ের ভারত অংশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত নন্দা দেবীতে নিখোঁজ হন ৮ পর্বতারোহী। এদের মধ্যে ৪ জন ব্রিটিশ নাগরিক।
গত ১৩ মে হিমালয়ে আরোহণ শুরু করেন তারা। ২২ মে দ্বিতীয় বেজ ক্যাম্প থেকে রওয়ানা হন পর্বতারোহীরা। ৩১ মে নন্দা দেবী বেজক্যাম্পে পৌঁছানোর কথা ছিল তাদের।
তবে, নির্ধারিত সময়ে বেজক্যাম্পে না পৌঁছানোয় শুরু হয় সন্ধান।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে বাঁধাগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। আবহাওয়া অনুকূলে থাকলে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নেবে।
বিবিসি’র সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চলতি বছর হিমালয়ে বিপুল সংখ্যক পর্বতারোহীদের মৃত্যুর কথা।
প্রতিবেদনে বলা হয়, শুধু চীনের ঢালেই বরফচাপা রয়েছে ৩ শতাধিক অভিযাত্রীর মরদেহ।
Leave a reply