বৈরী আবহাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ তিনটি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সৈয়দপুরগামী দুটি ও যশোরগামী একটি ফ্লাইটের এ সময় নির্ধারণ করা হয়।
তিনটি ফ্লাইটের মধ্যে সৈয়দপুরগামী ফ্লাইট বিজি৪৯৩/৪৯৪ দুপুর ১টায় ও বিজি৪৯৫/৪৯৬ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং যশোরগামী বিজি/৪৬৫/৪৬৬ বিকাল ৪টায় যাত্রার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও তা আবার চালু হয়েছে।
এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
Leave a reply