রাঙামাটিতে মাটিচাপা পড়ে ৩ জন নিহত

|

রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় বসতঘরের পিলার নির্মাণ করতে গিয়ে মাটি কাটার সময় উপর থেকে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে ৩জন মারা গেছে। আজ দুপুর ১টার কিছু এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সেন্টু (৪০), মো. পাপ্পু (২৫) মো., আংকুর আলী (৫৫)। আহতরা হলেন সবুজ ও সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে কলেজ রোডের নিচের অংশ কেটে ও কাপ্তাই হ্রদ দখল করে পারভিন আক্তার নামে এক মহিলা পাকা ভবন নির্মাণ করছিল। শ্রমিকরা রবিবার সকালে পিলার স্থাপনের জন্য মাটি খুড়ে গর্ত করতে গিয়ে পাহাড়ের মাটি ধসে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন মাটি চাপা পড়ে। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। খবর পেয়ে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজন মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ। এ সময় তিনি বলেন বাড়ির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। বার বার নিষেধ করার পরও কাপ্তাই লেক দখল করে বাড়ি ঘর নির্মাণ করছে যার জন্য এ দুর্ঘটনা ঘটেছে।

একই এলাকায় মাত্র ১০ফুটের গজের ব্যবধানে ২০১৬ সনের ৪ অক্টোবর ভবন ধসে ৪ জন মারা গিয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply