ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ধীরগতি

|

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপের কারণে যান চলাচল করছে ধীরগতিতে। এতে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সকালে বৃষ্টিপাতের কারণে আরও ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ এবং সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে। এতে ওই মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড় সহ বেশ কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পাত হওয়ার কারণে গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। শেষ মুহূর্তে বাসে স্থান না পেয়ে অনেক যাত্রী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চড়ে গন্তব্য পাড়ি দিচ্ছেন। বৃষ্টি হওয়ায় এসকল যাত্রীরাও রয়েছেন ভোগান্তিতে। যানজট নিরসন ও যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। এই এলাকাসহ টাঙ্গাইল গামী কোন পয়েন্টে যানজটের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply