দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা। সকাল থেকে বঙ্গবন্ধু সেতুতে যানজট শুরু হয়। গরম আর বৃষ্টির মাঝে বাড়ির পথে যাত্রীদের অসহনীয় কষ্টে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে থাকতে এক সময় বঙ্গবন্ধু সেতুতে ক্রিকেট খেলতে নেমে পড়েন যাত্রীরা।
দেখা যায় ঢাকাগামী লেনে গাড়ি না থাকা ফাঁকা হয়ে পড়ে সেখানেই অপর লেনে আটকে পড়া যাত্রীরা ক্রিকেট খেলায় মেতে উঠেন।
এভাবেই অসহনীয় কষ্টের মাঝে সময় কাটানোর চেষ্টা করছেন যাত্রীরা।
সাধারণ যাত্রীরা জানান, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে করে তারাসহ অন্যান্য নারী যাত্রী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মহাসড়কের প্রায় পুরো এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বিক্রমহাটি এলাকায় সাধারণ যাত্রীরা গাড়ি থেকে নেমে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করছে।
টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম সরকার জানান, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। পরে উত্তরবঙ্গগামী যাত্রীরা ওই এলাকায় টায়ারে আগুন দেয়।
Leave a reply