শ্রীলঙ্কায় উগ্রপন্থি বৌদ্ধদের তোপের মুখে ৯ মুসলিম মন্ত্রীর পদত্যাগ

|

শ্রীলঙ্কায় উগ্রপন্থি বৌদ্ধদের তোপের মুখে পদত্যাগ করলেন ৯ মুসলিম মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং দুই গর্ভনর। সোমবার, রাজধানী কলম্বোর এক সংবাদ সম্মেলনে তারা দেন ইস্তফা।

এসময় বিদায়ী মন্ত্রী রউফ হাকিম বলেন- মুসলিম রাজনীতিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে; সেসব দ্রুত খতিয়ে দেখা হোক। প্রয়োজনে সরকারের তরফ থেকে চালানো হবে তদন্ত। নতুবা, সাম্প্রদায়িক রোষানলের মুখে পড়বেন তারা। এর আগে, প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু আথুরুলিয়া থেরো ৩ শীর্ষ মুসলিম রাজনীতিকের পদত্যাগের দাবিতে ‘আমৃত্যু অনশন’ শুরু করেন। তার অভিযোগ, রশিদ বাথিউদ্দিন, দুই গভর্নর আজাদ স্যালি ও এমএলএএম হিজবুল্লাহ শ্রীলঙ্কায় বাড়াচ্ছেন ধর্মীয় বিভাজন। একইসাথে, ইস্টার সানডে’র সিরিজ হামলার পেছনেও তাদের উসকানি রয়েছে- এমন অভিযোগ বৌদ্ধ ভিক্ষুর। ওই হামলায় প্রাণ হারান ২৫৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply