জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আজ তোলা হবে পার্লামেন্টে। অন্যায়ভাবে স্ত্রী গ্রেস মুগাবে’কে সাংবিধানিক ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
মুগাবের নিজ দল জানু পিএফ-এর দাবি, বুধবারের মধ্যেই প্রেসিডেন্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে। গেল সপ্তাহে ভাইস প্রেসিডেন্টকে বরখাস্তের জেরে রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়ে জিম্বাবুয়ে। দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেনারা। ক্ষমতা ছাড়ার আহ্বানের পরও, সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান মুগাবে।
Leave a reply