উত্তর রাশিয়ার মরমনস্ক এলাকার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উধাও হয়ে গেল গোটা রেলসেতু। এলাকাবাসীদের ধারনা চুরি গেছে সেতুটি। বহুদিন ধরেই সে এলাকায় চুরি-চামারির ঘটনা ঘটছে। তবে ২৩ মিটার লম্বা ও ৫৬ টন ওজনের একটি ধাতব সেতু চুরি হতে পারে, কেউ ভাবেননি। সেতু চুরির ঘটনা জানাজানি হতেই পুলিশে অভিযোগ জানানো হয়।
তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান করেছে সেতুর মালিকই হয়তো এই ঘটনার পেছনে দায়ী। তবে জিজ্ঞাসাবাদ না করে এখনও স্পষ্ট কিছু জানতে পারছে না পুলিশ।
প্রাকৃতিক দুর্যোগের কারণেও সেতুটি ধ্বংস হয়ে গেছে অথবা ভেঙে নদীতে ভেসে গেছে, এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী পুলিশ। এলাকাবাসীদের মতামত, সম্প্রতি এই অঞ্চলে এমন কোনও দুর্যোগ ঘটেনি যার জন্য সেতুর ধাতব অংশটি উধাও হয়ে যেতে পারে। কী উপায়ে এত লম্বা আর এত ভারী একটি সেতু নিঃশব্দে চুরি গেল, এ নিয়ে নানা ধরনের রহস্য কৌতুহলের সৃষ্টি হয়েছে।
সেতুটি বহুদিন ধরেই অব্যবহৃত অবস্থায় ছিল। আগে এই সেতু দিয়ে মালগাড়ি চলাচল করত। তারপর সমস্ত চলাচল বন্ধ হয়ে যায়।
Leave a reply