নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যার অপরাধে সুদানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করলো, আফ্রিকান ইউনিয়ন।
বৃহস্পতিবার জোটের শান্তি ও নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার ফলে কোন ধরণের অনুষ্ঠান বা কার্যক্রমে যোগ দিতে পারবে না সুদান। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত। দেশটির বর্তমান সহিংস পরিস্থিতি বিবেচনায় রেখে ইথিওপিয়ায় বসে আফ্রিকান ইউনিয়নের জরুরি বৈঠক; সেখানেই আসে স্থগিতাদেশ। সুদানে সামরিক পরিষদের বিরুদ্ধে গেলো কয়েকদিন ধরে চলছে তীব্র বিক্ষোভ-প্রতিবাদ। যা, নিয়ন্ত্রণে আনতে বর্বরোচিত হামলা চালায় সেনাবাহিনী। তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০৮ বিক্ষুব্ধ সুদানি; আহত পাঁচ শতাধিক।
Leave a reply