ঈদের দীর্ঘ ছুটি শেষ, রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কাজে যোগ দিতে বাস-ট্রেনে লঞ্চে চেপে যে যেভাবে পেড়েছেন ভোরেই এসেছেন ঢাকায়।
সকাল থেকেই বিমানবন্দর রেলস্টেশনে ধূমকেতু, উপবন, সুন্দরবন ট্রেন প্রায় ২ ঘন্টা এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস সোয়া ১ ঘন্টা দেরিতে পৌছানোয় ক্ষুব্ধ যাত্রীরা। এছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ভোরে লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ভেড়ে। বেশিরভাগ যাত্রীর অভিযোগ বাড়তি ভাড়া আদায় করছে লঞ্চ কর্তৃপক্ষ। অথচ লঞ্চে ওঠার আগে যে ভাড়া নেয়ার কথা বলা হয়েছে-পরে তা বাড়িয়ে দেয়া হয়েছে।
এদিকে, ঈদের ছুটি শেষে বেশি মানুষ ঢাকায় আসলেও অনেকেই আবার ছুটি কাটাতে ছেড়েছেন রাজধানী ঢাকা ।
Leave a reply