মানবতাবিরোধী অপরাধের দায়ে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের মৃত্যুদণ্ড

|

মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়।
এর আগে সকাল পৌনে ১১টা থেকে ১৬৬ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারক।

মামলার অন্য আসামিরা হলেন মো. রুহুল আমিন মঞ্জু, মো. আব্দুল লতিফ, আবু মুসলিম মো. আলী, মো. নাজুমল হুদা ও মো. আব্দুর রহিম মিয়া। মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা আটক, অপরহণ, লুণ্ঠন ও নির্যাতনের তিনটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে প্রথম অভিযোগে যাবজ্জীবন পায় আসামিরা। আর ২ ও ৩ নং অভিযোগে ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। গত ২৩ অক্টোবর উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। মামলায় ছয় আসামির মধ্যে মো. আব্দুল লতিফ কারাগারে আছেন। বাকি পাঁচ আসামি পলাতক।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply