স্টাফ রিপোর্টার, মাদারীপুর
রবিবার বেলা বাড়ার সাথে সাথে ঈদ শেষে কর্মস্থলমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। লঞ্চ ও স্পীডবোটে রাজধানী ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। ফেরিতে যানবাহনের চাপ কম থাকলেও বেশি ভিড় লঞ্চে। লঞ্চে ধারনক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।
চাপ সামাল দিতে শিমুলিয়া থেকে খালি লঞ্চ আনা হয়। এদিকে লঞ্চ ও স্পীডবোটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সকল যানবাহনেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছে যাত্রীরা।
বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার সাথে স্বল্প দূরত্বের নৌরুট হওয়ায় বৈরী আবহাওয়ার মাঝেই বৃষ্টি মাথায় নিয়ে রবিবার বেলা বাড়ার সাথে সাথে কাঁঠালবাড়ি নৌরুট হয়ে কর্মস্থলমুখো যাত্রীদের ভিড় পড়ে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে এসে ফেরি, লঞ্চ, ও স্পীডবোটে পদ্মা নদী পার হচ্ছেন।
Leave a reply